সোনালি ধানের খেতের আইল ধরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। হেমন্তের বিশেষ রূপ হচ্ছে দিগন্ত বিস্তৃত পাকা ধানের মাঠ। বর্ষার শেষ দিকে বোনা আমন শরতে বেড়ে ওঠে, হেমন্তে এসে তা পেকে সোনালি রং ধারণ করে। খাজাঞ্চি গ্রাম, বিশ্বনাথ, সিলেট, ৫ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ