নববধূর গোপনাঙ্গ অস্বাভাবিক বড় হওয়ার কারনে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে !
এই বিবাহ বিচ্ছেদের জন্য আজব কারণ আদালতে লিখিত ভাবে এজাহার দাখিল করেছেন নব বিবাহিতা এই তরুনী।
আদালতের কাছে তিনি জানিয়েছেন, স্বামীর পুরুষাঙ্গ দৈর্ঘে অতিরিক্ত বড় হওয়ায় সহবাস করতে পারছেন না তিনি। আর এই কারণেই তিনি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, আয়েশা ডান্নুপাওয়া নামের ওই মহিলা তিন সন্তানের জননী। সম্প্রতি তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে আর এক বিয়ে করেছেন।
আদালতে এই অদ্ভুত অভিযোগের কি সিদ্বান্ত দিবে তা এখনো জানা যায় নি, তবে এক উকিল জানিয়েছে যে, এর কোন সমাধান নেই,
স্বামি ইচ্ছা করলে দেনমহোর দিয়ে তার বউকে যেকোনো সমত তালাক দিতে পারে,
আদালত কি সিদ্বান্ত দিবেন তা এখন সময় এর অপেক্ষায়।