কবে নাগাদ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হবে তা জানিয়েছেন একদল বিজ্ঞানী। করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের তথ্য দিয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের
গবেষকরা একটি গাণিতিক মডেল তৈরি করেছে, যা ব্যবহার করে বিভিন্ন দেশ কবে করোনামুক্ত হবে তার পূর্বাভাস দেয়া হয়েছে। গের শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো’র প্রতিবেদনে
বিশ্ব কবে করোনামুক্ত হবে তার দিন-তারিখ জানানো হয়। গণনা পর্যবেক্ষণ পদ্ধতিতে তৈরি ওই গাণিতিক মডেল অনুযায়ী ২৭ আগস্ট করোনামুক্ত হবে যুক্তরাজ্য। এরপর ২৮ জুন সিঙ্গাপুর
আর ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস মুক্ত হবে বলে আভাস দেয়া হয়েছে। এই পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পুরো বিশ্ব থেকে ১০০ ভাগ নিশ্চিহ্ন হয়ে যাবে
মহামারি করোনা ভাইরাস। গত ৩০ এপ্রিল এই পূর্বাভাসটি প্রকাশ পায়। উপরের দিকে একটি বেল-আকৃতির বক্ররেখায় শিখর, ত্বরণ এবং হ্রাসসহ এই রোগের পূর্বাভাসের গতিপথ প্রদর্শিত হয়।
তবে ভবিষ্যদ্বাণী করা এই বিজ্ঞানীরা অবশ্য বলেছেন যে তারিখগুলি সুনির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। ভিন্ন ভিন্ন দেশের বাস্তবতা ও পদক্ষপের কারণে তারিখ বদলাতে পারে। এই পদক্ষপের মধ্যে
রয়েছে বিধিনিষেধ জোরদারকরণ ও শিথিলকরণসহ এবং লকডাউনের স্থায়িত্ব। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৬ হাজার ৯৫৪ জনে। বিশ্বে এ পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৮ লাখ ৭৩ হাজার ৫৪৯ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৫৩ হাজার ১৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক।