বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী
উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে তৃতীয় সন্তান।
আগের দুবার কন্যা সন্তানের বাবা হলেও এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব।
তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।
আমাকে নিয়ে রাজনীতি করবেন না: মাশরাফি
নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি রাজনীতি করতে আসিনি, এসেছি মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ মতো নড়াইলের উন্নয়নে কাজ করতে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট-২০২১। এই টুর্নামেন্ট উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতায় এসব বলেন মাশরাফী।
এসময় তিনি আরও বলেন, আমি বলে রাখি, মাননীয় প্রধান মন্ত্রী আমাকে আমাকে একজন খেলোয়াড় হিসেবেই জানেন। তিনি আমাকে নড়াইলের উন্নতির জন্য সংসদ সদস্য হিসেবে দিয়েছেন, আপনাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য নয়।
আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারাও আমাকে নিয়ে রাজনীতি করবেন না। আমাকে নিয়ে রাজনীতি না করে বরং যেসব ডেভেলপমেন্টের কাজ আছে সেসব করেন।
এসময় মাশরাফী আরও বলেন, কারো কাছে আমার কথা শুনে বিশ্বাস করার আগে আমার সঙ্গে আলোচনা করুন। আমার দরজা আপনাদের জন্য খোলা।
‘কেউ যদি আপনাদের বলে এটা মাশরাফী করেছে, মাশরাফী বলেছে সেটা করার আগে আমার সাথে সিদ্ধান্ত নিবেন। কারণ আমি বিশ্বাস করি আমার কাছে আসতে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই, সিরিয়াল দেয়ার প্রয়োজন নেই, কোনোও অ্যাপয়েন্টমেন্টেরও দরকার নেই। আমার দরজা সব সময় খোলা।’