আলোচনা-সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটার নাসির ও তামিমা তাম্মিকে। সময়ের সাথে পাল্লা দিয়ে একের পর এক তথ্য বেড়িয়ে আসছে।
এমতাবস্তায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি (লাইভ) যুক্ত হন তামিমার আগের স্বামী রাকিব বলেন,
তামিমাকে জীবনে আর ফেরত চাই না। কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য।
এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির।
যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।
তামিমাকে নিয়ে এখন ভয়ে আছেন নাসির
আলোচনা-সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটার নাসির ও তামিমা তাম্মিকে। সময়ের সাথে পাল্লা দিয়ে একের পর এক তথ্য বেড়িয়ে আসছে।
নতুন খবর হচ্ছে, তামিমাকে নিয়ে ভয়ে আছেন জানিয়ে নাসির বলেছেন, ‘আমার এখন ভয় লাগছে, তামিমা যেকোন সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে।
এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসাইন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।’
বুধবার বনানীতে এক সংবাদ সম্মেলনে স্ত্রী তামিমা তাম্মিকে সঙ্গ নিয়ে নাসির হোসেন এসব কথা বলেন।