অক্সিজেন স্বল্পতার কারণে মিশরের একটি হাসপাতালের আইসিইউতে থাকা সকল করোনা রোগীর মৃ’ত্যু হয়েছে। এই ঘ’টনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ই’তিমধ্যে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, মি’শরের আশ শারকিয়া প্রদেশের এল হুসেইনিয়া সেন্ট্রাল হাসপাতালে এই ম’র্মা’ন্তি’ক ঘ’টনা ঘ’টেছে।
ঐ হাসপাতালের এই ম’র্মা’ন্তি’ক ঘ’টনা ক্যামেরাবন্দি করেছেন ফাতেমা আল-সায়েদ মোহাম্মদ ইব্রাহিম নামের ৬৬ বছর বয়সী একজন ভু’ক্তভোগীর স্ব’জন।’
জানা গেছে, আইসিইউতে চার’জন ক’রোনা রোগী ছিলেন। ক’রোনা রোগীদের জন্য প’র্যাপ্ত অ’ক্সিজেনের ব্য’বস্থা ছিল না হাসপাতালটিতে।
আর এই অক্সিজেন সংকটের কারণে ঐ রোগীদের মৃ’ত্যু হয়।এ বিষয়ে মিশরের স্বা’স্থ্য ম’ন্ত্রী হালা জায়েদ বলেছেন যে ঐ সব ক’রোনা রোগী অ’ক্সিজেনের অ’ভাবে মা’রা যাননি ।
মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।হুসেইনিয়া সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ সামি আল-নাজ্জার দাবি করেছেন যে অক্সিজেনের কোনো স্বল্পতা ছিল না।
বার্ধক্যজনিত কারণ এবং অন্যান্য রোগে ঐ সব রোগীর মৃ’ত্যু হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে যে, আইসিইউতে চারজন ক’রোনা রোগীর মৃ’ত্যু’র ম’র্মা’ন্তি’ক দৃ’শ্য ক্যামেরাবন্দী করায় একজনকে গ্রে’ফতার করেছে মিশর পুলিশ।
তবে এটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এছাড়া চারজন ক’রোনা রোগীর মৃ’ত্যু’র কা’রণে এক’জন না’র্সকে জরি’মানা করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে মিশরের জেফতা জেনারেল হাসপাতালের আইসিইউতেও এই ধরণের ঘ’টনায় ক’রোনা রোগী’দের মৃ’ত্যু হয়েছিল।